ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ধর্ষণ বিরোধী সমাবেশ; সেনা টহল গাড়িতে হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ বিকাল

খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক উপজাতি ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে টানা আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর সিঙ্গিনালায় ওই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৪ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালেও খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নারী নিপীড়নবিরোধী মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে চেঙ্গি স্কয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সমাবেশস্থল থেকে বের হওয়া একটি দল সেনাবাহিনীর টহল গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিশোটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির জানালা ভেঙে যায় এবং তিন সেনা সদস্য আহত হন। পাশাপাশি আশপাশের একাধিক দোকানপাটেও হামলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দোকান ভাঙচুরের প্রমাণ মিলেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি জুম্ম ছাত্র-জনতার ব্যানার থেকে হামলা চালানো হলেও এর পেছনে ইউপিডিএফের ইন্ধন থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তারা আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের ঘটনা পাহাড়ে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পরিকল্পনার অংশ হতে পারে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Link copied!