জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলআবিব প্রশাসন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সীমান্তবর্তী এলাকায় বিশাল বিশাল লাউডস্পিকারে প্রচার করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য।
এদিন, নেতানিয়াহুর উদ্ধত উচ্চারণ পৌঁছে যায় গাজার বিস্তীর্ণ এলাকায়। জিম্মিদের ধৈর্য্য ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে যেন বিধস্ত গাজাবাসীর মনোবল আরও ভেঙ্গে দেয়ার চেষ্টাই করেছেন ইসরায়েলি এ নেতা।
জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের বেশিরভাগের মুখে শান্তির বার্তা থাকলেও, ধ্বংস আর আগ্রাসন জারি রাখার ঘোষণা দেন নেতানিয়াহু। গাজায় বন্দি ইসরায়েলিদের উদ্দেশেও বার্তা দেন তিনি। বন্দিদের দ্রুত বের করে নেয়ার অঙ্গীকার শোনা যায় তার বক্তব্যে।
নেতানিয়াহু বলেন, সাহসী হিরোদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের ভুলে যাইনি । এক সেকেন্ডের জন্যেও না। আপনাদের সকলকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা হার মানবো না।
এর আগে, শুক্রবার জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথেই গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বহু বিশ্বনেতা। চরম অপদস্থ হওয়ার পরও ভাষণ চালিয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
পাশাপাশি তার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দফতরের বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে বহু মানুষ।
আপনার মতামত লিখুন :