ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১১:১৪ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাÐে তিনটি দোকান ভস্মীভ‚ত হয়েছে।  শনিবার রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে এ ঘটনাটি ঘটে।

এতে একটি মুদি মনোহারি, কাপড় ও জুতা-কসমেটিক্সের  এবং ইলেকট্রনিক্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত  হয় আরও দু’টি দোকান। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.ফয়সাল আহমেদ বলেন, খবর পেয়ে ওইরাতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান সম্পুর্ন পুড়ে গেছে।  

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ সাংবাদিকদের জানান, আপাতত ক্ষতিগ্রস্তদের কিছু টিন ও নগদ টাকা দেয়া হবে। এছাড়া পরিদর্শন রিপোর্ট জেলায় পাঠানো হবে।

Link copied!