অনুর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। ১৪ মিনিটে পরিকল্পিত আক্রমণে জটলার মধ্যে বল পেয়ে বাংলাদেশকে লিড এনে দেন সিনহা জাহান শিখা। ৩৬ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান দ্বিগুণ হয় লাল-সবুজ প্রতিনিধিদের।
ম্যাচে ফিরতে নেপাল পাল্টা আক্রমণ চালালেও ভাঙাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণদুর্গ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাটলার শিষ্যরা।
বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় নেপাল। ৮৬ মিনিটে সমতা আনে হিমালয়ের দেশটি। তবে ইনজুরি সময়ে তৃষ্ণা রানীর দারুণ ফিনিশিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :