কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে মারজিয়া (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে হাজির হয়েছে দুই শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এমন ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিক্ষার্থী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মো.রুহুলআমিন হাওলাদারের মেয়ে এবং সে মাদ্রায় পপড়ুয়া শিক্ষার্থী। পুলিশ ওই রাতেই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, লামিয়া ও মিম নামে দু’ শিক্ষার্থী হেলিপ্যাড মাঠে ফুচকা খেতে যায়। তারা দেখতে পায় মারজিয়া একা বসে কান্না করছিল। এসময় তার কাছে বিস্তারিত জানার চেষ্টা করে। সে এলোমেলো কথা বলায় তাকে থানায় নিয়ে আসে ওই শিক্ষার্থীরা।
ফুচকা বিক্রতা তাসলিমা জানান, অনেকক্ষন ধরে বসে সেখানে একা একা কান্না করছিল। রাত হলেও সে বাড়ি ফিরছিল না। এ সময় ওই দুই শিক্ষার্থী তাকে তাদের বাসায় নিয়ে যেতে চেয়েছিল। আমি তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেই।
কলাপাড়া থানা ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, খোজ খবর নিয়ে ওই রাতেই ভিকটিমকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :