অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১১:২৬ রাত

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের ঘটনা ঘটেছে। এরপর তাকে থানায় সোপর্দ করে ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। এ সময় তাকে মারধর করতেও দেখা যায়। তখন অভিনেতা সিদ্দিক কান্নাকাটি করছিলেন। এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলেও স্লোগান দিচ্ছিলেন।

পরে অভিনেতা সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। রমনা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে গুলশান থানায় দুইটি হত্যা মামলা থাকায় তাকে সেই থানায় হস্তান্তর করা হবে জানিয়েছে রমনা জোনের ডিসি।

প্রসঙ্গত, সিদ্দিকুর রহমান সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

https://www.facebook.com/md.saiful.islam.228662/videos/2477385125938775

Link copied!