ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ট্রাম্পের বিমানে ওঠার সময় হোঁচট, সামাজিকমাধ্যমে ঝড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ১১:১০ রাত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠতে গিয়ে হোঁচট খাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন। রোববার (৮ জুন) নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে উড়োজাহাজের সিঁড়িতে উঠার সময় ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা।

ঘটনাটি কেবল ট্রাম্প পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। তার ঠিক পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও একইভাবে ভারসাম্য হারাতে দেখা যায়। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি হয় এবং দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তা হাস্যরসের জন্ম দেয়।

অনেকেই ঘটনাটির সঙ্গে তুলনা করছেন ডেমোক্র্যাট নেতা এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনার। বাইডেন এর আগেও একাধিকবার জনসম্মুখে ভারসাম্য হারিয়েছেন, যা নিয়ে ট্রাম্পসহ বিরোধীরা কটাক্ষ করে থাকেন।

তবে এবার ট্রাম্প নিজেই একই পরিস্থিতির শিকার হওয়ায় অনেকেই বলছেন, "বুমেরাংয়ের মতো ফিরে এল সমালোচনা।" নেটিজেনরা নানা ধরনের মিম ও বিদ্রুপমূলক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

ঘটনাটি নিছক শারীরিক ভারসাম্য হারানোর হলেও, এর রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সামাজিক প্রতিচ্ছবি যেন আরও বড় হয়ে উঠছে মার্কিন রাজনীতির মঞ্চে।

Link copied!