ত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও”এই স্লোগানে কুয়াকাটার সমুদ্রসৈকত ও পরিবেশ রক্ষায় জনমত গঠনের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটর, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২০০ জন অংশ নেন। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমীর, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মাইনুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, শুঁটকি ব্যবসায়ী সমিতির নেতা মাওলানা সোহেল মাহমুদ, ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমিতির সভাপতি মাওলানা রাসেল এবং ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজা।
বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্রসৈকত, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায়। অথচ অপরিকল্পিত উন্নয়ন, পরিবেশবিরোধী কর্মকাণ্ড এবং প্রশাসনিক উদাসীনতার কারণে সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে।
তাঁরা অবিলম্বে সৈকত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই পর্যটন অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
মানববন্ধনটি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এই উদ্যোগ কুয়াকাটার ভবিষ্যৎ রক্ষা এবং দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার মতামত লিখুন :