ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ০৯:৪৯ সকাল

ভারতের হাকিমপুর চেকপোস্টে আটক হওয়া ১৫ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ভারতের আমুদিয়া কোম্পানির বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত এসব বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন, মো. সেকেন্দার হোসেন, মো. আব্দুল্লা গাজী, কর্ণা খাতুন, রুহুল আমিন, শেষালী বেগম, সুমাইয়া আক্তার, নাজমা বিবি, মাহেরা আক্তার, নাজমুল হাসান নাইম, মিনা, মর্জিনা বেগম, হাসিনা খাতুন, মাফুজা খাতুন, তানিয়া সুলতানা ও মাফুজ রহমান।

হস্তান্তরের পর বিজিবির একটি টহল দল তাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে। সেখানে সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের থানা হেফাজতে রাখা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয় ও আচরণ যাচাই শেষে তাদের বৈধ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।

Link copied!