মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আয়োজনে বিন্নিগ্রাম এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, কাগাবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহ আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য আকবর আলী, নিখিল মহন বৈদ্য,আব্দুল মজিদ, মতলিব মিয়া, আব্দুর রহমান, আসাদ মিয়া,শহীদ মিয়া, ইলিয়াস মিয়া, আব্দুস ছাত্তার খান, ইউনিয়ন যুবদল নেতা সুমন আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান আহমেদ, বিট অফিসার এসআই পার্থ রঞ্জন, এএসআই শাহিনুর রহমানসহ সচেতন নাগরিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদ কিশোর গ্যাংসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। সভায় বক্তারা এলাকার সা¤প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক,সন্ত্রাস, জুয়াসহ ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজনীয় করণীয় ও শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।
পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সার্বিক আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ। এছাড়াও স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :