ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সিক্স লেনের সড়ক নির্মাণ দাবিতে কুয়াকাটায় মানববন্ধন 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। একই সাথে চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা।

সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা পৌরসভার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েশন এবং ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। পর্যটকদের সুবিধার্থে এই দাবি দু’টি নিয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছেন। 

এ সময় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান, ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

বক্তারা, পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পাচ্ছেনা। এখনও দুই লেনের সংকীর্ণ সড়ক বিরাজমান। যার কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। একই সাথে ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে। তাই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবি জানান।

Link copied!