ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে গ্রামবাসীদের মানববন্ধন 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:১৩ দুপুর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খাস পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। বুধবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হিন্দু অধ্যুষিত আমিরাবাদ গ্রামের জনগণ এ মানববন্ধন করেন। প্রায় ঘন্টাব্যাপী কর্মসুচীতে ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবারের নারী পুরুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, গৌরি রাণী, নন্দ কুমার সাহা, সঞ্জীব কুমার হাওলাদার, খুকুমণি হাওলাদার, উর্মি হাওলাদার, শোভা রানী হাওলাদার প্রমুখ। বক্তরা, হিন্দু অধ্যুষিত আমিরাবাদ গ্রামের লোকজন পুকুরের ইজারা দেওয়ার কার্যক্রমের খবরে উদ্বেগ প্রকাশ করেন। তারা পুকুরটি ইজারা না দেওয়ার জন্য দাবি জানান। 

উল্লেখ্য এ বিষয়ে তারা পটুয়াখালীর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ‚মি) বরাবরে লিখিত আবেদন দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসীন সাদেক বলেন, বিষয়টি মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সরকারি বিধি মোতাবেক খাস পুকুর ইজারা দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। 

Link copied!