আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৫, ০৯:২৯ রাত

সালাম মাহমুদ: দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা আগামী ৩০ মে বিকেল ৫টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ এজাহিকাফ আজীবন সম্মাননায় ভূষিত হবেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইট্স এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত কমিউনিকেশন অব বাংলাদেশ (ঈঙই) প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  ফেরদৌস আরাকে এই সম্মাননায় ভূষিত করা হবে।

ফেরদৌস আরা দেশের বিশিষ্ট ও আলোকিত এক নজরুল সংগীতশিল্পী। সঙ্গীতে অবদানের জন্য তিনি এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। দেশের নজরুলসংগীত শিল্পীদের মধ্যে যে ক’জন প্রথিতযশা পেশাদার নজরুলসংগীত শিল্পী রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন ফেরদৌস আরা। পেশাগতভাবে সংগীত জীবনের ৫২ বছর অতিক্রম করছেন তিনি।
উলেস্নখ্য, ফেরদৌস আরার পিতা এ.এইচ.এম. আবদুল হাই এবং মাতা মোশাররেফা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী।

নজরুলসংগীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমা পেস্ন-ব্যাকসহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন তিনি। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীত চর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। ব্যক্তিগত জীবনে তিনি ড. রফিকুল মুহাম্মেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ।

Link copied!