নির্মাণ কাজের চার বছরেও হয়নি ব্রীজের সংযোগ সড়ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে, ২০২৫, ১০:৪৩ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গার্ডার ব্রীজের সংযোগ সড়কের অভাবে চরম দূর্ভোগে রয়েছে স্থানীয় ও পথচারীরা। নির্মাণ কাজের চার বছর পরেও অবহেলায় পড়ে রয়েছে। সামান্য বর্ষা হলেই চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজার থেকে মহল্লাপাড়াগামী গার্ডার ব্রীজের এমন অবস্থা।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৪২ দশমিক ৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটির দুই দিকে ১৬৩ মিটার সংযোগ সড়ক রয়েছে। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা। কার্যাদেশ দেয়া হয় ২০১৯-২০২০ অর্থবছর এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৮ আগষ্টের মধ্যে। অথচ অদ্যাবদী সেই বীজের কাজটি অস্পূর্ণ রয়েছে। এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।

মেসার্স শাহীন এন্টারপ্রাইজ ও মোহাম্মদ গিয়াস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি বাস্তবায়নের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু তারা আংশিক কাজ করে দীর্ঘবছর ধরে লাপাত্তা রয়েছে। কাজ অসম্পূর্ণ থাকায় ব্রীজটি এখন সাধারণ মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। মানুষ যানবাহন নিয়ে ব্রিজে ওঠা-নামার সময় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় ভ্যান গাড়ি চালক শাহাবুদ্দিন জানান, একজন অসুস্থ রোগী নিয়ে কলাপাড়া যাচ্ছি। ব্রীজের রাস্তাটির খুব খারাপ অবস্থা। কয়েকজন ধরে ব্রীজটি পাড় করে দিয়েছে। ব্রীজের রাস্তাটি দ্রæত সংষ্কারের জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

বাজার কমিটি’র সভাপতি ব্যবসায়ী মো.রুবেল হাওলাদার বলেন, ব্রীজের দুই মাথার সংযোগ সড়কের অভাবে তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বর্ষা হলেই চরম পর্যায়ে পৌঁছায়। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তাদের চলাচল করতে হয়।

উপজেলা এলজিআরডি উপ-সহকারী প্রকৌশলী মো.আবুল হোসেন বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। আশাকরছি খুব শিঘ্রই বাকি কাজ সম্পন্ন করা হবে।

Link copied!