কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেদের। রবিবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা সড়ক জুড়ে এ মাবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া, কুয়াকাটা এবং মহিপুর এলাকার সর্বস্তরের জেলেরা এ কর্মসূচির আয়োজন করে। এতে অন্ততঃ চার স¯্রাধিক জেলে অংশ গ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম শাহিন, কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ, জেলে মাঝি সমিতির সভাপতি মো.চান মিয়া, আশার আলো জেলে সমিতির সভাপতি মো.কুদ্দুস গাজী, জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.সাগর মোল্লা সহ নেতৃবৃন্দ।
বক্তারা, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এসব ট্রলিং ট্রলারের জেলেরা চিকন ফাঁসের জাল ব্যবহার করে বিধায় সাগরের ছোট-বড় সকল সাইজের মাছ ওই জালে ধরা পড়ে। সাধারনত বিক্রিযোগ্য মাছ গুলো রেখে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পোন মাছ সাগরেই ফেলে দেয়া হয়। এতে কোটি কোটি পোনা মাছ নিধনের পাশাপাশি অপচয় করা হচ্ছে। একই সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। কমছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য হুমকি বলে তারা মনে করেন। দ্রæত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন জেলেরা।
আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, ট্রলিং পদ্ধতির ট্রলার দিয়ে মাছ শিকারের কারনে অন্য ট্রলারের জেলেরা কাংখিত মাছ শিকার করতে পারছে না। এর ফলে দিন দিন তারা নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। অচিরেই ট্রলিং পদ্ধতিতে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরী বলে তিনি জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে ওইসব জেলেরা অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :