ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:৫৭ দুপুর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হাওলাদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।  

মৃতর স্বজনরা জানায়, সে নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে চাউল কিনে বাসায় ফিরছিলেন। হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানা ওসি মো.জুয়েল ইসলাম।  

 

Link copied!