ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

"পাশে দাঁড়াই’ সংগঠনের মানবিক দৃষ্টান্ত" আসহায় দিনমজুর পেল নতুন ঘর 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আসহায় দিনমজুর আব্বাস উদ্দীন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামে ঝুপড়ি ঘরে বসবাস করছিল। স্ত্রী ও সন্তান নিয়ে দীর্ঘ ৭ বছর ধরে রোদ বৃষ্টিতে ভিজেপুরে ঝুপড়ি ঘরে থাকতো। ঘড় নির্মান কিংবা মেরামত করা ছিলোনা টাকা। এই দিনমজুরের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী একটি সংগঠন ‘পাশে দাঁড়াই’।

তাকে নির্মান করে দেয়া হয়েছে পয়তাল্লিশ হাজার টাকা ব্যয়ে সাড়ে ১৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্থের দোচালা বিশিষ্ট টিনশেড ঘর। বুধবার সন্ধ্যায় ওই নতুন ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ‘পাশে দাঁড়াই’ সংগঠন। একই সময় সংগঠনের জরুরি তহবিল থেকে কলাপাড়া পৌরশহরের বাসিন্দা অসহায় দিপালী ডাকুয়ার খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন, হলুদ, মরিচ, পিয়াজ,আলু সহ নগদ ১৫০০ টাকা হাতে তুলে দেয়া হয়।

নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন। এ সময় নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.কামরুজ্জামান শহীদ মাতুব্বর, নাওভাঙ্গা ফাজেল মাদ্রাসার শিক্ষক মো.আ.খালেক মিয়া, কলাপাড়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো.মোস্তফা জামান সুজন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মো.শামীম ব্যাপারী সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘পাশে দাঁড়াই’ সেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা নাওভাঙ্গা ফাজেল মাদ্রাসার প্রভাষক মো. ইভান মাতুব্বর।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে খুশি দিনমজুর আব্বাস উদ্দীন। তিনি বলেন, এই টাকা খরচ করে তার পক্ষে কোন মতেই ঘড় তোল সম্ভব নয়। তবে ‘পাশে দাঁড়াই’ সংগঠনের সবাইর জন্য দোয় করছি।
তবে সংগঠনের এমন কর্মকান্ডের ভ‚য়সী প্রশংসা করে এ কার্যক্রম আগামীতে আরও বেগবান করার পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনেকে।

‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন বলেন, মানুষ, মানুষের জন্য এই ¯েøাগানকে ধারণ করে গত এক বছর আগে প্রতিষ্ঠা হয়েছে ‘পাশে দাঁড়াই’ এ সংগঠনটি। শুরু থেকে অসহায় গৃহহীন দুইটি পরিবারকে ঘর নির্মান, দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র প্রদান, খাদ্য সহায়তা সহ নানামুখী সেচ্ছায় উন্নয়ন কর্মকান্ড করে আসছে। ভবিষ্যতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ সংগঠন সমাজের পিছিয়ে পড়া অবহেলিত দুস্থ অসহায় মানুষের জীবনমান উন্নয়েনে কাজ করে যাবে বলে তিনি জানান।

 

Link copied!