কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়।
প্রান্তজন, নাগরিক সংগঠন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং আমরা কলাপাড়াবাসীর আয়োজনে এর আয়োজন করে। অংশগ্রহণকারীরা সৌর-বায়ু শক্তিই ভবিষ্যৎ,জ্বালানি রূপান্তরে নারী-যুবার অংশগ্রহণ চাই, জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজুন এবং রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক ইত্যাদি শ্লোগানের ব্যানার ও ফেষ্টুন তুলে ধরেন।
একশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এর সহযোগিতায় শোভাযাত্রা শেষে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম বলেন, ‘জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি। আগামী ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেয়াই এ শোভাযাত্রার মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :