ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় বাদ পড়লেন আওয়ামীলীগ দলীয় দুই চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৪০ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাদ পড়লেন আওয়ামীলীগ দলীয় দুই চেয়ারম্যান। এরা হলেন  উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মো.বাবুল মিয়া ও ধানখালী ইউনিয়নের শাহজাদা পারভেজ টিনু মৃধা। এই দুই ইউনিয়নের নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নাহিদ হাসান (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত আদেশে  উল্লেখ করা হয়।

উল্লেখ্য, শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন।

 

Link copied!