কলাপাড়া প্রতিনিধি।। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবীতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন ও কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিক এ কর্মসূচির আয়োজনে করে। প্রায় ঘন্টব্যাপী মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবী জানান।
আপনার মতামত লিখুন :