ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। স্থানীয় জেলে দেলোয়ার মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশটি ধরা পড়ে। বুধবার সকালে মৎস্য বন্দর মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটি ৬ হাজার ৯০ টাকায় বিক্রি করেন। দাম ভাল পেয়ে জেলেও খুশি।

ক্রেতা ছগির আকন জানান, এক লাখ ১৬ হাজার টাকা মণ দরে তিনি ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করেছে। এরকমের বড় সাইজের মাছ সচারাচার পাওয়া যায় না। তাই এই মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠাবেন।

জেলে দেলোয়ার মাঝি জানান, সেমবার সকালে ১২ জন জেলে সহ এফবি মা ট্রলার নিয়ে তিনি গভীর সমুদ্রে যায়। এরপর জাল ফেললে  অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। বুধবার সকালে মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটি নিলামের মাধামে বিক্রি করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর।

Link copied!