ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটা সড়কের সৌন্দর্য বর্ধণে বৃক্ষ রোপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধণে বৃক্ষ রোপন করা হয়েছে। শনিবার দিনভর কুয়াকাটা সড়ক পথের কলাপাড় সেতু টোল সংলগ্ন সেলফি জোনে এ আয়োজন করে পাশে দাঁড়াই, প্রিয়জন কল্যাণ পরিষদ ও সিপিপি স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে অনুষ্ঠানিভাবে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ডেনমার্ক বাঙালি এসোসিয়েশনের সভাপতি মো.আলম মাতুব্বর,সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা মো. মনিরুল হক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো.শামীম ব্যাপারী,প্রিয়জন কল্যান পরিষদ সভাপতি প্রভাষক ইভান মাতবর,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), স্থানীয় বিএনপি’র নেতা মো. হামিদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কলাপাড়া সেতু টোলের কৃষ্ণচ‚ড়া গাছ গুলো সৌন্দর্য বর্ধণ করে ব্যাপক ভাবে পর্যটক আকর্ষন করে। যখন ফুল ফোটে তখন শুধু পর্যটক নয় স্থানীয়রাও এর সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। তখন অনেকেই কৃষ্ণচ‚ড়ার সাথে সেলফি তোলেন।

এর সাথে এখন বাড়তি আকর্ষণ যুক্ত হবে জারুল, সোনালু ও অন্যান্য ফুল গাছ। তারা আরো জানান, এই কলাপাড়া ব্রিজ টোলের মত এই মহাসড়কের পাশে যদি আরো কোন জায়গা নির্বাচন করে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ফুল গাছ লাগানো যায় তাতে পর্যটকদের কাছে আকর্ষণীয় ও আলোচিত হয়ে উঠবে।

 

Link copied!