ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

নেপালে ফেসবুক-ইউটিউবসহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত

নেপালের সরকার ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে যাচ্ছে। অভিযোগ রয়েছে, নেপালি কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেয়নি এসব কোম্পানি। 

এটি দেশটির সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ। কারণ— কিছু ব্যবহারকারী ফেক আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক শান্তি ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জারি করা একটি সরকারি নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে অনির্ধারিত বা নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অ্যাক্সেস বাধাগ্রস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তবে কোন কোন কোম্পানি প্রভাবিত হবে তা উল্লেখ করা হয়নি।

সূত্র: ডয়েচে ভেলে।

Link copied!