শিক্ষা ক্যাডারে অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ০২:৩২ দুপুর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১১ আগস্ট) সকাল এগারোটার দিকে অপরাজেয় বাংলা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে হয়ে রাজু ভাস্কর্য শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা 'সাবজেক্ট যার , ক্যাডার তার','স্বজনপ্রীতির আস্তানা , ভেঙে দাও','শিক্ষা নিয়ে তাল বাহানা, চলবে না','শিক্ষা নিয়ে বানিজ্য, চলবে না' 'মানি না , মানবো না' ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল জ্যোতি বলেন, আমরা কিছুদিন আগে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। আজ‌ও আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। কয়েকটি বিষয়ে কোর্স করে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা কিভাবে বাংলা পড়াবে? পিএসসির প্রহসনমূলক সিদ্ধান্ত কখনোই মেনে নিবো না। আমার আমাদের অধিকারের জন্য লড়ে যাবো।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, অভিভাবকদের ঠিক কথা উচিত তারা কাদের হাতে সন্তান তুলে দিবেন। যারা বাংলা বিভাগে চার পাঁচ বছর পড়াশোনা করেছে তাদের হাতে নাকি দুই তিনটি কোর্স করে আসা অন্যদের হাতে । আমরা কারো পেটে লাঠি মারি নাই। তাহলে আমাদের পেঠে লাঠি মারা হচ্ছে কেন? আমাদের অধিকারটুকু ভোগ করতে দিন। অতিদ্রুত আমরা এর একটা যৌক্তিক সমাধান চাই।

অন্যান্য শিক্ষার্থীরা বলেন, কয়েকটি কোর্স করে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা কিভাবে  বাংলা পড়াতে পারবে যেখানে আমরা চার পাঁচ বছর শুরু বাংলার উপর পড়াশোনা করছি। তাই দাবি আমাদের একটাই , সাবজেক্ট যার, ক্যাডার তাঁর।‌

Link copied!