ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৫, ১১:০৩ রাত

লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। শনিবার রাতে নির্ধারিত সময় শেষে ড্রয়ের হবার পথে ম্যাচ। ঠিক শেষ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।

ম্যাচ শুরুর ১০ মিনিট। পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে নেয়ার সুযোগ ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। তবে, তিনি সেই পেনাল্টি মিস করেন। ঠিক পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।

নিজের ভুল শুধরে ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই হারের মধ্য দিয়ে লা লিগায় ৩০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ২৩ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। তবে, বার্সার হাতে রয়েছে একটি ম্যাচ।

Link copied!