ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ রাত

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজনে শিরোপা জিতেছেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।

গত রোববার রাতেই প্রচারিত হয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে, যেখানে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মানসী ঘোষকে। ট্রফি, ২৫ লাখ রুপি এবং একটি নতুন গাড়ি ছাড়াও তাকে বিভিন্ন প্লেব্যাক অফারও মিলেছে। বিশেষ করে, বিচারক বাদশা ঘোষণা করেছেন যে, তিনি মানসী ঘোষের সঙ্গে একটি গান গাইবেন, যা ইতিমধ্যেই রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া, শানের সঙ্গে একটি গানও রেকর্ড করেছেন তিনি।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে মানসী বলেন, ‘আমার পরিবার সবাই ফাইনালে এসেছিল, তারা আনন্দে চোখে পানি এনে কাঁদছিল। কিন্তু আমার জন্য কিছুটা সময় লেগেছিল, কী বলব, কী অনুভব করব সেটা বুঝতে। তবে আমরা সবাই খুব খুশি, আমার জীবন একেবারে বদলে গেছে।’

মানসী ঘোষ, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়া এলাকার বাসিন্দা। মাত্র চার বছর বয়সে মা-বাবার অনুপ্রেরণায় গান শেখা শুরু করেন তিনি। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শোতে অংশ নেন এবং ১৫-১৬ বছর বয়স থেকে স্টেজ শো করে নিজের রোজগার শুরু করেন। জীবনের প্রতি দায়িত্বশীলতা নিয়ে মানসী পড়াশোনা এবং গান একসাথে চালিয়ে গেছেন।

ইন্ডিয়ান আইডলের আগে ২০২১ সালে সংগীত রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গারে’ অংশ নেন তিনি এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন। এই শো থেকেই তার প্রতি দর্শক ও বিচারকদের নজর পড়ে, যা তাকে পরবর্তীতে ইন্ডিয়ান আইডলের আসরে অংশ নিতে অনুপ্রাণিত করে। তাঁর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা জয় করে তিনি পৌঁছেছেন শীর্ষে।

Link copied!