কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৫ আগস্ট থেকে দেশব্যাপী ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ লক্ষ্যে দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন এবং প্রদেশভিত্তিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছেন।
পিটিআই’র দাবি, দুই বছর ধরে অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তি এবং বর্তমান সরকারের পতনের লক্ষ্যে এবার সর্বাত্মক আন্দোলনে নামার প্রস্তুতি চলছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেছেন, "৫ আগস্টের মধ্যে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ওই দিনই ইমরান খানের বন্দিজীবনের দুই বছর পূর্ণ হবে।"
জিও নিউজের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছায়, যা এই আন্দোলনের আনুষ্ঠানিক সূচনার ইঙ্গিত দেয়। আন্দোলন হবে পর্যায়ক্রমে—প্রথমে প্রাদেশিক ও জেলা পর্যায়ে, পরে তা সারা দেশে বিস্তৃত হবে। আন্দোলনের রুট ও অবস্থান শিগগিরই জানানো হবে।
এদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই’র পাঞ্জাব শাখা ইতোমধ্যে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দলীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে ৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ জনসম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা চলছে।
পিটিআই মুখপাত্র জানিয়েছেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রেক্ষাপটে কর্মসূচি গ্রহণের জন্য। ইমরান খানের নির্দেশেই এই ‘সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলন’ শুরু হচ্ছে বলে জানান তিনি।
দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এবারের আন্দোলনই সরকারের পতন নিশ্চিত করবে এবং ইমরান খান ফিরে পাবেন তার 'ন্যায়বিচার ও মুক্তি'।
আপনার মতামত লিখুন :