পবিত্র আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদি। বৃহস্পতিবার পাসওভার বা ছুটির দিন উপলক্ষে এ ঘটনা ঘটায় তারা। ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিচালনা পরিষদের সঙ্গে কাজ করে জেরুজালেম গভর্নরেট। তারা বলেছে, ইহুদিরা মাগরাবি গেট দিয়ে ওই স্থাপনায় ঢুকে পড়ে এবং সেখানে প্রার্থনা করে। একই সঙ্গে তারা মসজিদ চত্বরে পূর্ব দেয়ালে বাব আল-রাহমায়ও যায়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এখানে প্রার্থনা করা নিয়ে ইসরায়েলি পুলিশ এবং মুসলিমদের মধ্যে সংঘাত লেগে আছে। ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিত হয় পাসওভার উৎসব। কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময়ে মিসর থেকে ইসরায়েলিদের দলে দলে বিতাড়ন শুরু করা হয়। বৃহস্পতিবার আল আকসা মসজিদ চত্বরে ‘তালমুদিক’ রীতি পালন করেন উগ্র ডানপন্থী রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট। ‘তালমুদিক’ রীতে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশায়।
অন্যদিকে পশ্চিম দেয়ালে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি প্রার্থনাকারী। আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়ালের বাইরে ওই ওয়াল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা রিপোর্ট করেছে, আল আকসাকে একটি সামরিক জোনে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। এ জন্য সেখানে তারা কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ প্রতিরোধ করা হয়েছে।
সূত্র: আরব নিউজ
আপনার মতামত লিখুন :