গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের সর্বাত্মক প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত পুরোপুরি সফল হতে পারেনি ইসরায়েল। বরাবরই জিম্মি হস্তান্তরের সময় সামনে এসেছে গোষ্ঠীটির বিপুল সংখ্যক সদস্য। এবার হামাস তাদের সামরিক বহরে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে ৩০ হাজার তরুণকে।
রোববার (২০ এপ্রিল) সৌদির সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেড, গাজার ৩০ হাজার তরুণকে নিয়োগ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই উইং দ্বারা পরিচালিত গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের গেরিলা যুদ্ধ, রকেট ফায়ার এবং বিস্ফোরক স্থাপনের দক্ষতা রয়েছে। তবে এর বাইরে তরুণ যোদ্ধাদের আর কোনো সামরিক অভিজ্ঞতা ও জ্ঞান নেই।
এসব তরুণদের হামাস কখন নিয়োগ করেছে তার সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি প্রতিবেদনটিতে। তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের মধ্যে তাদের নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :