ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে যাচ্ছিল নেতানিয়াহু, বাঁচালেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৩২ দুপুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন। তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন। বুধবার (১৬ বুধবার) মার্কিন প্রশাসন ও কয়েকটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও রয়টার্স

নিউইয়র্ক টাইমস বলছে, মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেওয়াই লক্ষ্য ছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহেরানে সফলভাবে হামলার জন্যও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Link copied!