ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৫৩ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় লবন পানি থেকে ফসল রক্ষায় নতুন ¯øুইসগেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষনাবেক্ষনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকরা। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গনে এ কর্সসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন ও ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক শহীদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

বক্তারা বলেন, গত ৮ বছর ধরে বর্ষা মৌসুমে এ উপজেলার ভগ্নদশা স্লুইসগেট থেকে লবন পানি প্রবেশ করে কৃষকদের ফলস নষ্ট হচ্ছে। বার বার স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও তা বাস্তবায়ন করছেনা পানি উন্নয়ন বোর্ড। এবার তাদের দাবি মনা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন তারা।

পরে কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করেন। 

Link copied!