রাজধানী ঢাকার খিলগাঁওয়ে কফি হাউসের সামনে তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় দোকানটির ম্যানেজারসহ দুইজনকে এক দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসানের আদালত এ অনুমতি দিয়েছে। আসামিরা হলো- আপন কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
এর আগে তাদের আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ডের অনুমতি দেয়। রামপুরা থানার (নারী-শিশু) আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে তারা ওই তরুণীকে লাঞ্ছিত করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।
ওই ঘটনায় সোমবার আপন কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :