ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ১২:৩২ রাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়।

Link copied!