গাজা ও রাফায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয়ভাবে একটি র্যালির আয়োজন করেছে দলটি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। র্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গতকাল দিনভর প্রস্তুতি সভায় অংশ নেন। এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সভায় ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ মহানগর বিএনপিও একইভাবে যৌথ সভা করে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেয়। নেতাকর্মীরা পাড়া-মহল্লায় মাইকিং করে জনসাধারণকে র্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “ইসরায়েলের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বাড়িঘর ধ্বংসের পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এই বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি পালন করছি।”
ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে বিএনপির আজকের কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :