বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গত রোববার (১৩ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।”
তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে মারুফ কামাল খান লেখেন, “খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনও ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।”
রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ বা ঐক্য গঠনের ইঙ্গিত দিচ্ছে কিনা—তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।
আপনার মতামত লিখুন :